Loading...
September 15, 2021

বাংলাদেশ থেকে যারা কানাডা ইমিগ্রেশন প্রত্যাশী , পিএনপি প্রোগ্রাম গুলা তাদের জন্য অন্যতম এক সস্তির নাম। একথা বলার কারন Express Entry ( Federal Skill Worker Class) প্রোগ্রাম এ বয়স বাড়লে যেমন পয়েন্ট কমে যায় তেমনি CLB 8-9 না পেলে তেমন সম্ভবনাও থাকে না। তাই পিএনপি প্রোগ্রাম এর দিকেই অনেকে তাকিয়ে থাকেন। বিভিন্ন প্রভিন্স এর যদিও নানাবিধ নিয়ম কিন্তু তারপরেও একটু যাদের বয়স এবং এক্সপেরিএন্স বেশি তাদের জন্য পিএনপি খুব ই গুরুত্ত বহন করে। পুরো অগাস্ট জুড়ে অনেক গুলো প্রোগ্রাম এ ড্র হয়েছে এর মধ্য সাস্কাচুয়ান্‌ , ম্যানিটোবা, ব্রিটিশ কলাম্বিয়া, এ্যাল্বারটা, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড অন্যতম।

সব গুলো প্রোগ্রাম আবেদন করতে আপনার কিছু যোগ্যতা থাকতে হবে, সেগুলো হলো

১। কাজের অভিজ্ঞতা ( NOC): https://youtu.be/ppx_Ldw_sBk

2। শিক্ষাগত যোগ্যতা ( Educational Credential Assessment) : https://youtu.be/asgtJmXjyCY

3। ভাষাগত দক্ষতা ( IELTS/CLB) : https://youtu.be/HThly_FTNY0

4। অর্থনৈতিক সক্ষমতা ( Proof Of Fund) : https://youtu.be/Fo8kUr9Xxas

# তা ছাড়াও এই ভিডিওটিতে Alberta Express Entry Stream এর উপর গুরুত্ত দেয়া হয়েছে।

Alberta Express Entry Stream সম্পর্কে বিস্তারিত জানতে : https://youtu.be/bB1PU8TYHMo #PNP প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানতে : https://youtu.be/aE1F1B6OdQk

# কানাডা ইমিগ্রেশন এর কোন কোন প্রোগ্রাম এর কি কি যোগ্যতা এবং আপনার জন্য কোন প্রোগ্রাম সেটা বিস্তারিত জানতে : https://youtu.be/YBttnIhTxqU

# আমরা কানাডা ইমিগ্রেশন এর বিভিন্ন প্রোগ্রাম নিয়ে সেবা দিয়ে থাকি : আমাদের সার্ভিস গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন –

Website: sustainablemigration.com

Facebook Page: https://www.facebook.com/SmigrationS

LinkedIn : https://www.linkedin.com/company/sust…

Instagram: https://www.instagram.com/smigrations/

August 17, 2021

২০২১ সালের প্রথম থেকে এখন পর্যন্ত আমরা সবাই করোনা মহামারি তে বিপর্যস্ত। কিন্তু এমতাবস্থায় এ কথা অনস্বীকার্য যে কানাডা ইমিগ্রেশন প্রক্রিয়া কিন্তু থেমে নেই। এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম এর যেকোনো প্রোগ্রাম কিন্তু ড্র হচ্ছে শুধু মাত্র ফেডেরাল স্কিল ওয়ারকার ক্লাস ছাড়া। এটাও লক্ষণীয় যে পিএনপি প্রোগ্রাম এবং ফেডেরাল ট্রেড স্কিল ওয়ারকার ক্লাস প্রোগ্রাম প্রোগ্রাম এ যেকোনো সময়ের থেকে বেশি ড্র হচ্ছে বা আইটিএ পাচ্ছে। সব গুলো পিএনপি প্রোগ্রাম ঘাটলে দেখা যাবে যে গত ২ বছরে বেশ কয়েকটি NOC /Occupation বেশি বেশি ড্র হচ্ছে। তাই এই সপ্তার ভিডিও তে আমরা চেষ্টা করেছি সব থেকে demanding 10-15 টি জব নিয়ে আলোচনা করার। আপনি যদি এই জব গুলাতে কাজ করে থাকেন তাহলে আপনার উচিত সবিস্তারে প্রস্তুতি নিয়ে ইমিগ্রেশন এ আবেদন করা।