প্রায় ১৮ মাস পর খুলতে যাচ্ছে কানাডা বর্ডার। গত বছরের প্রথম দিকে বন্ধ হবার পরে শুধু মাত্র যারা এসেন্সিয়াল ট্র্যাভেলার তারা ছাড়া সবার জন্যই কানাডা ট্র্যাভেল করার সুযোগ ল না। কিন্তু সেপ্টেম্বর এর ৭, ২০২১ সাল থেকে সব খুলে যাচ্ছে। এখন আপনার ভ্যাক্সিন দেওয়া থকে আপনি টুরিস্ট, ওয়ার্কার, শিক্ষার্থী এবং স্কিল মাইগ্রান্ট হিসেবে কানাডা যেতে পারছেন। ট্র্যাভেল করতে চাইলে আপনাকে অবশ্যি টিকা দেওয়া থাকতে হবে এবং সেটা শুধু মাত্র ৪ টি নির্দিষ্ট টিকা হতে হবে। পাশাপাশি মাথায় থাকতে হবে যে ট্র্যাভেল করার আগে আপনাকে Arrive Canada Mobile App/Web Application এ আপনার বিস্তারিত তথ্য দেয়া থাকতে হবে। ট্র্যাভেল করার সময় আপনার করোনা টেস্ট এর রিপোর্ট সাথে রাখুন । ইমিগ্রেশন অফিসার অনেক সময় আপনাকে র্যান্ডম টেস্ট এর জন্য ও বলতে পারে। শিশুদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল -১২ বছরের নিচের বাচ্চদের টীকা লাগবে না। কিন্তু সবার জন্য একটা কোয়ারেন্টিন প্লান থাকা বাঞ্ছনীয় ।