Loading...

Faq

FREQUENTLY ASKED QUESTIONS

উত্তরঃ আছে। Canada তে যাবার অনেকগুলো Visa and program আছে। আপনি নিচের visa and program গুলো নিয়ে আগাতে পারবেন। 
• Express Entry
• Provincial Nomination Programs (PNP)
• Student Visa
• Quebec Skilled Workers Program
• Quebec Entrepreneur Program

উত্তরঃ এটি বলার জন্য আপনার বিষয়ে আমার আরও তথ্য জানা প্রয়োজন। তারপরও একটা আনুমানিক ধারণা নিম্নরূপ। 
• Express Entry- যাদের English level অনেক ভালো, Masters করা আছে, চাকুরীর অভিজ্ঞতা আছে।
• Provincial Nomination Programs (PNP) – যাদের English level মোটামুটি, Demand List এর সাথে চাকুরীর অভিজ্ঞতা মিলে।

Student Visa – যাদের চাকুরীর অভিজ্ঞতা নেই, অনেক টাকা আছে।

উত্তরঃ এইটার উত্তর আসলে আপনার কাছে। দয়া করে আপনার মনকে প্রশ্ন করুন, আপনি আসলে কতটুকু Serious and Attentive. এই ক্ষেত্রে আমি সব থেকে ভালো উদাহারন যদি দিতে চাই, আমাদের একজনই ৬ মাসের মধ্যে মোটামুটি Immigration এর full process টা সমাপ্ত করেছে, তাও আবার নিজে নিজে।

উত্তরঃ আপনার স্বামী/স্ত্রী এবং আপনার বাচ্চা বা বাচ্চারা।

উত্তরঃ পারবেন। যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে কানাডা সরকার এই বিষয়টি নিয়ে কাজ করছে।

উত্তরঃ পেতে পারেন। এটা আসলে আরও কিছু বিষয় এর উপর নির্ভর করে। তবে এটা নিশ্চিত অযোগ্য ব্যক্তির আত্মীয়স্বজন যতই থাকুক কাজে লাগবে না। সুতরাং আসুন আমরা যোগ্য হবার চেষ্টা করি।

উত্তরঃ ডাক্তার বা নার্স regulated profession. আমার অনুরোধ, এই বিষয় এ সিধান্ত নেবার আগে আপনি আরেকবার ঠাণ্ডা মাথায় ভাবুন। আপনার জন্য কানাডা যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত। 
যদি আপনি সিধান্ত নেন যেতে চান, আপনার জন্য সবথেকে best option দুটি-
• Express Entry main stream
• Ontario Provincial Nominee Program

উত্তরঃ পারবেন। আইনগত দিক থেকে আপনার কোন বাধা নেই। তবে আপনার যদি Technical skill ভালো না থাকে তবে বিশেষজ্ঞ আথবা Expert দের সহযোগিতা নিতে পারেন। না জেনে বুঝে কোন Agency/Lawyer কে অর্থ দিবেন না।

উত্তরঃ এটি প্রাথমিক অবস্থাতে আপনার না জানলেও চলবে। Invitations to apply (ITA) অথবা Nomination Letter পেলে তখন এই দুটি কাজ আপনাকে করতে হবে।

উত্তরঃ এই বিষয়টিও অনেকটা আপনার উপর নির্ভর করে। তবে Official খরচগুলো আমি নিচে দিয়ে দিলাম।

  • IELTS: 15200 Bangladeshi Taka (BDT)
    • ECA: 322 Canadian dollars (CAD) + Courier Expense (for example –DHL, TNT)
    • Police Clearance Certificate (PCC): Government Fee 500 Bangladeshi Taka (BDT)
    • Medical Fee: 3000 Bangladeshi Taka (BDT)
    • Visa Fee (In total 1040 Canadian dollar (CAD): Permanent resident visa – 550 Canadian dollar (CAD) & Right of Permanent Residence Fee (RPRF) – 490 Canadian dollars (CAD)
    • Secure transmission of PR passport and Document to the High Commission of Canada, in Singapore upon request by Canada Visa Office — 2512 Bangladeshi Taka (BDT)

উত্তরঃ অবশ্যই আগে দেখাতে হবে।

উত্তরঃ এটি আপনার পরিবার এর সদস্যসংখ্যার উপর নির্ভরশীল।
Still, if you want to know more precisely
1. For 1 person – 12,164 CAD (Single)
2. For 2 persons- 15,143 CAD (Couple)
3. For 3 persons- 18,617 CAD (Couple with 1 child)
4. For 4 persons- 22,603 CAD (Couple with 2 children)

উত্তরঃ যাবে না। শুধুমাত্র নিন্মক্ত উপায়গুল Fund এর ক্ষেত্রে Acceptable.
• Cash (Bank deposit, Fixed deposit) সহজ বাংলায় liquid অবস্থায় একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে প্রমানসহ। 
• আরও কিছু form এ fund রাখা যায় তবে উপরের টাই সর্বজন স্বীকৃত।

উত্তরঃ Apply করার ৩ মাস আগে থেকে একদম Visa হবার আগ পর্যন্ত রাখতে হবে এবং সাথে করে Canada নিয়ে যেতে হবে। এটা আপনার Canada তে ৬ মাস থাকার আনুমানিক খরচ। বিভিন্ন province বিভিন্ন duration Fund requirement. (3 month to 6 months) । একটা idea এর জন্য বলতে পারি আপনাকে ব্যাংক এ 10 লক্ষ টাকা freeze করে রাখতে হবে।

উত্তরঃ যাওয়া যায় না। এখন আপনি আমার প্রশ্ন এর উত্তর দেন আপনি IELTS ছাড়া একটা English Speaking country কেন যেতে চান ?

উত্তরঃ Academic IELTS দিয়ে apply করা যায় না। Immigration এর জন্য একমাত্র General Training IELTS ই গ্রহণযোগ্য।

উত্তরঃ IELTS এর মোট 4 টি module (Reading, Speaking, Listening, Writing). যদি Express Entry তে Profile খুলতে চান প্রতিটি module এ আপনাকে 6.0 করে পেতে হবে। Express Entry এর বাহিরের program এ হয়ত আপনি প্রতিটি module এ 6.0 ছাড়াও apply করতে পারবেন।

উত্তরঃ এটি আপনার একান্ত নিজের বিষয়। আপনার আশে পাশে ভালো কোচিং এ যাচাই বাছাই করে করবেন। আমি কোচিং ছাড়া 8.5 পেতে দেখছি, আবার ভালো জায়গায় কোচিং করে 4.5 ও পেতে দেখছি। আপনার চেষ্টার উপর ফল নির্ভর করছে। তবে নিম্নের বই গুলো অনুসরণ করতে পারেন-

  • The Official Cambridge Guide to IELTS with CD.
    • Cambridge IELTS 1-11 Student’s Book with CD.
    • Cambridge New insight into IELTS Workbook.
    • Barron’s IELTS with CD.

উত্তরঃ French শিখলে ভালো। French শিখে যদি আপনি point বাড়াতে চান এটি অনেক কঠিন বিষয়। IELTS exam এর মত French এরও exam দিতে হয়। French এর exam আসলে অনেক কঠিন। এর থেকে বরং আপনি IELTS exam আবার দিয়ে দেন।

উত্তরঃ আপনি যদি Express Entry তে profile খুলতে চান, ECA বাধ্যতামূলক। তবে একটা কথা জেনে নিন আপনি যদি কানাডা যান, ECA করা থাকলে আপনার জন্য চাকুরীতে apply করার ক্ষেত্রে Educational qualification দেখানো সহজ হবে। সুতরাং কথা না বাড়িয়ে ECA টা করে ফেলুন।

উত্তরঃ ECA নিম্নক্ত প্রতিষ্ঠানগুলো থেকে করাতে পারেন-
• Comparative Education Service – University of Toronto School of Continuing Studies
• International Credential Assessment Service of Canada (ICAS)
• World Education Services (WES)
• International Qualifications Assessment Service (IQAS) 
• International Credential Evaluation Service (ICES)
• Medical Council of Canada (MCC)
• Pharmacy Examining Board of Canada (Professional body for Pharmacists)

উত্তরঃ WES এর পূর্ণরূপ World Education Services। এরা সাধারণত Educational Credential Assessment (ECA) করে থাকে।

উত্তরঃ আপনাকে অবশ্যই Medical Council of Canada (MCC) থেকে Educational Credential Assessment (ECA) করতে হবে।

উত্তরঃ এটা আপনার উপর কিছুতা নির্ভর করছে। যদি আপনার Practice করার জন্য license প্রয়োজন হয় তাহলে অবশ্যই Pharmacy Examining Board of Canada (PEBC) থেকে Educational Credential Assessment (ECA) করতে হবে। অন্যথায় আপনার যদি license প্রয়োজন না হয় তাহলে World Education Services (WES) থেকে Educational Credential Assessment (ECA) করতে পারবেন।

উত্তরঃ 
• প্রথম, WES website এ গিয়ে form fill up করবেন। নিচের video link টা follow করুন।
video link: https://www.youtube.com/watch?v=Sy6XkTI8WX4
• তারপর, Online এ payment করুন with international credit card।
• তারপর, payment confirm হলে university তে original marksheet / academic transcript and original certificate (provisional certificate acceptable) and photocopy of original marksheet / academic transcript and original certificate নিয়ে গিয়ে Controller of Examination/ Register office থেকে photocopy attested করান। Attested photocopy ই send করবেন, original copy নয়। University authority যে খাম দেবে তা WES এর address এ currier করে দিন। (বিঃদ্রঃ আপনার Honors, masters যদি একই university থেকে হয় তাহলে একটি খামে করে currier করলেই হবে। কিন্তু যদি Honors, masters দুই university থেকে হয় তাহলে দুটি আলাদা আলাদা খামে করে currier করতে হবে। বুঝতেই পারছেন currier খরচও double হবে। Sender এর address এ আপনার university এর নাম হবে, আপনার নাম নয়।) 
• তারপর, ECA report এর জন্য অপেক্ষা করুণ।