Loading...
September 9, 2021

প্রায় ১৮ মাস পর খুলতে যাচ্ছে কানাডা বর্ডার। গত বছরের প্রথম দিকে বন্ধ হবার পরে শুধু মাত্র যারা এসেন্সিয়াল ট্র্যাভেলার তারা ছাড়া সবার জন্যই কানাডা ট্র্যাভেল করার সুযোগ ল না। কিন্তু সেপ্টেম্বর এর ৭, ২০২১ সাল থেকে সব খুলে যাচ্ছে। এখন আপনার ভ্যাক্সিন দেওয়া থকে আপনি টুরিস্ট, ওয়ার্কার, শিক্ষার্থী এবং স্কিল মাইগ্রান্ট হিসেবে কানাডা যেতে পারছেন। ট্র্যাভেল করতে চাইলে আপনাকে অবশ্যি টিকা দেওয়া থাকতে হবে এবং সেটা শুধু মাত্র ৪ টি নির্দিষ্ট টিকা হতে হবে। পাশাপাশি মাথায় থাকতে হবে যে ট্র্যাভেল করার আগে আপনাকে Arrive Canada Mobile App/Web Application এ আপনার বিস্তারিত তথ্য দেয়া থাকতে হবে। ট্র্যাভেল করার সময় আপনার করোনা টেস্ট এর রিপোর্ট সাথে রাখুন । ইমিগ্রেশন অফিসার অনেক সময় আপনাকে র‍্যান্ডম টেস্ট এর জন্য ও বলতে পারে। শিশুদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল -১২ বছরের নিচের বাচ্চদের টীকা লাগবে না। কিন্তু সবার জন্য একটা কোয়ারেন্টিন প্লান থাকা বাঞ্ছনীয় ।

August 17, 2021

২০২১ সালের প্রথম থেকে এখন পর্যন্ত আমরা সবাই করোনা মহামারি তে বিপর্যস্ত। কিন্তু এমতাবস্থায় এ কথা অনস্বীকার্য যে কানাডা ইমিগ্রেশন প্রক্রিয়া কিন্তু থেমে নেই। এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম এর যেকোনো প্রোগ্রাম কিন্তু ড্র হচ্ছে শুধু মাত্র ফেডেরাল স্কিল ওয়ারকার ক্লাস ছাড়া। এটাও লক্ষণীয় যে পিএনপি প্রোগ্রাম এবং ফেডেরাল ট্রেড স্কিল ওয়ারকার ক্লাস প্রোগ্রাম প্রোগ্রাম এ যেকোনো সময়ের থেকে বেশি ড্র হচ্ছে বা আইটিএ পাচ্ছে। সব গুলো পিএনপি প্রোগ্রাম ঘাটলে দেখা যাবে যে গত ২ বছরে বেশ কয়েকটি NOC /Occupation বেশি বেশি ড্র হচ্ছে। তাই এই সপ্তার ভিডিও তে আমরা চেষ্টা করেছি সব থেকে demanding 10-15 টি জব নিয়ে আলোচনা করার। আপনি যদি এই জব গুলাতে কাজ করে থাকেন তাহলে আপনার উচিত সবিস্তারে প্রস্তুতি নিয়ে ইমিগ্রেশন এ আবেদন করা।

May 22, 2021

নতুন এক্সপ্রেস এন্ট্রি ড্রতে মোট ৫৫৭ জন পিএনপি প্রোগ্রামের আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে।

গত ১২ মে ২০২১ সালে নতুন এক্সপ্রেস এন্ট্রির সর্বশেষ ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ড্র অনুষ্ঠান থেকে সর্বমোট ৫৫৭ জন পিএনপি প্রোগ্রামের আবেদনকারীদেরকে আমন্ত্রনপত্র দেওয়া হয়েছে। উক্ত ড্র অনুষ্ঠানে সর্বনিম্ন CRS Score ছিল ৭৫২ পয়েন্ট। এই ৫৫৭ জন আবেদনকারী কানাডাতে স্থায়িভাবে বসবাসের অনুমতি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। Click in details

April 29, 2021

Alberta পিএনপি প্রোগ্রামে ২০০ জন এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে।

গত ২০ এপ্রিল ২০২১ সালে Alberta প্রদেশের পিএনপি প্রোগ্রামের একটি ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ড্র অনুষ্ঠান থেকে সর্বমোট ২০০ জন এক্সপ্রেস এন্ট্রির আবেদনকারীদেরকে আমন্ত্রনপত্র দেওয়া হয়েছে। উক্ত প্রোগ্রামে সর্বনিম্ন CRS Score ছিল ৩০১ পয়েন্ট। এই ২০০ জন আবেদনকারী Alberta প্রদেশে স্থায়ি বসবাসের অনুমতি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। Click in details

April 24, 2021

Saskatchewan পিএনপি প্রোগ্রামে ২৬৯ জন আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল ২০২১ সালে Saskatchewan প্রদেশের পিএনপি প্রোগ্রামের সর্বশেষ ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ড্র অনুষ্ঠান থেকে সর্বমোট ২৬৯ জন আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে। উক্ত ড্র অনুষ্ঠানে সর্বনিম্ন CRS Score ছিল ৭০ পয়েন্ট। এই ২৬৯ জন আবেদনকারী Saskatchewan প্রদেশে স্থায়ি বসবাসের অনুমতি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। Click in details

April 22, 2021

Manitoba পিএনপি প্রোগ্রামে ৩৯৯ জন আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল ২০২১ সালে Manitoba প্রদেশের সর্বশেষ পিএনপি প্রোগ্রামের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ড্র অনুষ্ঠান থেকে সর্বমোট ৩৯৯ জন আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে। উক্ত ড্র অনুষ্ঠানে সর্বনিম্ন CRS Score ছিল ৭০৮ পয়েন্ট। এই ৩৯৯ জন আবেদনকারী Manitoba প্রদেশে স্থায়ি বসবাসের অনুমতি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। Click in details