Loading...
March 30, 2022
Canada is regarded as one of the top destinations for study programs. International students can study in Canadian High Schools, Private Schools, Community Colleges, Professional Diplomas, Graduation and Masters Programs. A student is awarded with post graduation work permit after completing the programs which is one of the popular pathways to achieve Permanent Residency and eventually becoming a Citizen of Canada.
We provide admissions, visa , custodian and homestay services from Dhaka and major cities in Canada.
May 22, 2021

নতুন এক্সপ্রেস এন্ট্রি ড্রতে মোট ৫৫৭ জন পিএনপি প্রোগ্রামের আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে।

গত ১২ মে ২০২১ সালে নতুন এক্সপ্রেস এন্ট্রির সর্বশেষ ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ড্র অনুষ্ঠান থেকে সর্বমোট ৫৫৭ জন পিএনপি প্রোগ্রামের আবেদনকারীদেরকে আমন্ত্রনপত্র দেওয়া হয়েছে। উক্ত ড্র অনুষ্ঠানে সর্বনিম্ন CRS Score ছিল ৭৫২ পয়েন্ট। এই ৫৫৭ জন আবেদনকারী কানাডাতে স্থায়িভাবে বসবাসের অনুমতি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। Click in details

April 29, 2021

Alberta পিএনপি প্রোগ্রামে ২০০ জন এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে।

গত ২০ এপ্রিল ২০২১ সালে Alberta প্রদেশের পিএনপি প্রোগ্রামের একটি ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ড্র অনুষ্ঠান থেকে সর্বমোট ২০০ জন এক্সপ্রেস এন্ট্রির আবেদনকারীদেরকে আমন্ত্রনপত্র দেওয়া হয়েছে। উক্ত প্রোগ্রামে সর্বনিম্ন CRS Score ছিল ৩০১ পয়েন্ট। এই ২০০ জন আবেদনকারী Alberta প্রদেশে স্থায়ি বসবাসের অনুমতি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। Click in details

April 24, 2021

Saskatchewan পিএনপি প্রোগ্রামে ২৬৯ জন আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল ২০২১ সালে Saskatchewan প্রদেশের পিএনপি প্রোগ্রামের সর্বশেষ ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ড্র অনুষ্ঠান থেকে সর্বমোট ২৬৯ জন আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে। উক্ত ড্র অনুষ্ঠানে সর্বনিম্ন CRS Score ছিল ৭০ পয়েন্ট। এই ২৬৯ জন আবেদনকারী Saskatchewan প্রদেশে স্থায়ি বসবাসের অনুমতি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। Click in details

April 22, 2021

Manitoba পিএনপি প্রোগ্রামে ৩৯৯ জন আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল ২০২১ সালে Manitoba প্রদেশের সর্বশেষ পিএনপি প্রোগ্রামের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ড্র অনুষ্ঠান থেকে সর্বমোট ৩৯৯ জন আবেদনকারীদেরকে আমন্ত্রন পত্র দেওয়া হয়েছে। উক্ত ড্র অনুষ্ঠানে সর্বনিম্ন CRS Score ছিল ৭০৮ পয়েন্ট। এই ৩৯৯ জন আবেদনকারী Manitoba প্রদেশে স্থায়ি বসবাসের অনুমতি সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। Click in details