Loading...
August 17, 2021

এই ১০ টি জব/NOC/Occupation , ২০২১ সালে আপনার কানাডা ইমিগ্রেশন এর পথ সহজ করবে।

২০২১ সালের প্রথম থেকে এখন পর্যন্ত আমরা সবাই করোনা মহামারি তে বিপর্যস্ত। কিন্তু এমতাবস্থায় এ কথা অনস্বীকার্য যে কানাডা ইমিগ্রেশন প্রক্রিয়া কিন্তু থেমে নেই। এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম এর যেকোনো প্রোগ্রাম কিন্তু ড্র হচ্ছে শুধু মাত্র ফেডেরাল স্কিল ওয়ারকার ক্লাস ছাড়া। এটাও লক্ষণীয় যে পিএনপি প্রোগ্রাম এবং ফেডেরাল ট্রেড স্কিল ওয়ারকার ক্লাস প্রোগ্রাম প্রোগ্রাম এ যেকোনো সময়ের থেকে বেশি ড্র হচ্ছে বা আইটিএ পাচ্ছে। সব গুলো পিএনপি প্রোগ্রাম ঘাটলে দেখা যাবে যে গত ২ বছরে বেশ কয়েকটি NOC /Occupation বেশি বেশি ড্র হচ্ছে। তাই এই সপ্তার ভিডিও তে আমরা চেষ্টা করেছি সব থেকে demanding 10-15 টি জব নিয়ে আলোচনা করার। আপনি যদি এই জব গুলাতে কাজ করে থাকেন তাহলে আপনার উচিত সবিস্তারে প্রস্তুতি নিয়ে ইমিগ্রেশন এ আবেদন করা।

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">html</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*